টুইটারে অভিযোগ করার পদ্ধতি পরিবর্তন Twitter report
টুইটারে যেকোনো টুইটে অভিযোগ করার পদ্ধতি পরিবর্তন করেছে টুইটার কতৃপক্ষে, টুইটারের নতুন এই পদ্ধতি ভুল তথ্য ও স্প্যাম থেকে হয়রানি ও ঘৃণামূলক বক্তব্য সবই নিয়ন্ত্রণ করতে পারবে। গত বছর অর্থাৎ ২০২১ সালের ডিসেম্বর মাস থেকে নতুন এই পদ্ধতির পরীক্ষা শুরু হয়েছিলো। এতে সিম্পটম-ফার্স্ট রিপোর্টিং ফ্লো নামে পরিচিত একটি সুবিধা ব্যবহৃত হয়েছে, যা সহজেই মাধ্যমটির নেতিবাচক ব্যবহার সম্পর্কে অভিযোগ দেবে।
আগের পদ্ধতিতে জিজ্ঞেস করা হতো, টুইটারের কোন নীতিমালা ভাঙা হয়েছে। পাশাপাশি, অনেক বাড়তি তথ্যও দিতে হতো। তবে, নতুন পদ্ধতিতে নীতিমালা ভাঙার বিষয় নিয়ে প্রশ্ন না করে শুধু কী ঘটেছে, সেটি বললেই হবে। টুইটার জানিয়েছেন নতুন এই পদ্ধতির কারণে ব্যবস্থা নেওয়ার মতো অভিযোগের সংখ্যা ৫০ শতাংশ বেড়েছে।
বর্তমানে বিশ্বের বেশিরভাগ দেশের ওয়েব, আইওএস এবং অ্যান্ড্রয়েড সংস্করণে টুইটারের নতুন এই পদ্ধতি পাওয়া যাচ্ছে।
সুন্দর উপদেশ
Nice advise