বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০ টি ফেসবুক পেজ!
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক সেলিব্রিটি হচ্ছেন পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো আর বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেজ হচ্ছে ফেসবুকের অফিসিয়াল পেজ যার নাম facebook app এই দুটো বিষয় আমার অনেকেই জানি, তবে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০ টি ফেসবুক পেজ যার মধ্যে রয়েছেন বিভিন্ন পোডাক্ট, সংগীত শিল্পি, অভিনেতা, মিডিয়া ও ইউটিউব চ্যানেল।
Facebook app
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক পেজের তালিকায় সবার শীর্ষে আছে ফেসবুকের অফিসিয়াল ফেসবুক পেজ যার ফলোয়ারের সংখ্যা ১১১১ মিলিয়ন, এই পেজটি খোলা হয়েছিল ২০১০ সালের জানুয়ারি মাসে, এই পেজে ফেসবুক সম্পর্কিত বিভিন্ন নিউজ ও আপডেট শেয়ার করা হয়।
Samsung
১৬১ মিলিয়ন ফলোয়ার নিয়ে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০ টি ফেসবুক পেজের মধ্যে দ্বিতীয় স্থানে আছে দক্ষিণ কোরীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিশ্বের শীর্ষস্থানীয় ইলেকট্রনিক্স সামগ্রী নির্মাতা কোম্পানি স্যামসাং, অফিসিয়াল ফেসবুক পেজ। এই পেজটি খোলা হয়েছিল সালের নভেম্বর মাসের ১৭ তারিখে।
Cristiano Ronaldo
পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো হচ্ছেন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফেসবুক সেলিব্রিটি কিন্তু এই তালিকায় আছেন তিন নাম্বারে। ২০০৯ সালের মে মাসের ৭ তারিখে খুলা এই পেজের ফলোয়ারের সংখ্যা ১৫১ মিলিয়ন।
Mr. Bean
বিশ্বের অন্যতম জনপ্রিয় কৌতুক অভিনেতা মিস্টার বিন কে চিনেন না এমন মানুষ খুব কমই আছেন। বর্তমান কিশোর প্রযন্ম এনাকে না চিনলেও এক সময় ইনি ছিলেন বিশ্বের সেরা কমেডিয়ান। যার প্রমান পাওয়া যায় এই তালিকায় উনার নাম বা উনার অফিসিয়াল ফেসবুক পেজ থাকা। মিস্টান বিনের ফেসবুক পেজ টি খুলা হয়েছিল ২০০৮ সালের এপ্রিল মাসের ১৩ তারিখে বর্তামানে উনার পেজের ফলোয়ারের সংখ্যা ১৩০ মিলিয়ন বা ১৩ কোটির বেশি।
5-Minute Crafts
ফাইভ-মিনিট ক্র্যাফট্স DIY DO IT YOURSELF শেখানোর একটি ইউটিউব চ্যানেল যেটা সাইপ্রাসের লিমাসল ভিত্তিক একটি সংস্থা এবং দ্যাসুল পাব্লিকেশনের মালিকানাধীন, এটি ১২ই মার্চ ২০২২ সালের গণনা অনুযায়ী ইউটিউবের ১১তম সর্বোচ্চ সংখ্যক গ্রাহকবিশিষ্ট চ্যানেল। চ্যানেলটি অস্বাভাবিক এবং সম্ভাব্য বিপজ্জনক লাইফ-হ্যাক এবং ক্লিকবেইট এর উপর নির্ভরতার জন্য সমালোচিত হয়েছে। 5-Minute Crafts বড় কোনো কোম্পানি বা সংস্থা না তারপরও মাত্র ৫ বছরে এরা কোটি কোটি মানুষের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। বর্তমানে 5-Minute Crafts অফিসিয়াল ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যা ১২০ মিলিয়ন
CGTN
১১৮ মিলিয়ন ফলোয়ার নিয়ে ৬ নাম্বারে আছে চীনের আন্তর্জাতিক সম্প্রচারকারী সংস্থা CGTN যার পূর্ণরূপ হচ্ছে চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্ক CGTN হচ্ছে চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন চায়না সেন্ট্রাল টেলিভিশন (সিসিটিভি) এর আন্তর্জাতিক বিভাগ, যার সদর দপ্তর চীনের রাজধানী বেইজিংয়ে অবস্থিত।
Shakira
২০১০ সালের ফিফা বিশ্বকাপের থিম সং ওয়াকা ওয়াকা গানের মাধ্যমে সারা বিশ্বের মানুষের কাছে পরিচিতি ও জনপ্রিয় হওয়া আমেরিকান সঙ্গীত শিল্পী শাকিরা আছেন এই তালিকার ৭ নাম্বারে, ২০০৭ সালের অক্টোবর মাসের ২ তারিখে খোলা কণ্ঠশিল্পী শাকিরার অফিসিয়াল ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যা ১১৫ মিলিয়ন বা ১১ কোটি ৫০ লাখ। এছাড়াও শাকিরা একটি বিশ্ব রেকর্ড আছে,২০১৪ সালে ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল খেলার একটু আগের মুহূর্তে দাড়ানো অবস্থায় একটি ছবি ফেসবুকে পোষ্ট করার পর সেই ছবিটি ১০০ মিলিয়ন লাইক পেয়েছিলেন এবং এটাই এখন পর্যন্ত সবচেয়ে বেশি লাইক পাওয়া পোস্ট বা ছবি।
Real madrid C.F
অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদ এই তালিকায় থাকাটা স্বাভাবিক ফেসবুকের সবচেয়ে জনপ্রিয় ফুটবল প্লেয়ার ক্রিস্টিয়ানো রোনালদো তো এই ক্লাবেই খেলেন। ২০০৫ সালে চালু হওয়া আমেরিকান ফুটবল ক্লাব রিয়াল মাদ্রিদের ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যা ১১৩ মিলিয়ন।
Will Smith
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০ টি ফেসবুক পেজের মধ্যে Will Smith নামের এই ব্যক্তির নাম দেখে আমি কিছুটা চমকে গিয়েছিলাম, কেননা সারা বিশ্বে এত এত জনপ্রিয় অভিনেতা থাকতে এই আমেরিকান অভিনেতার ফেসবুক পেজে ১১১ মিলিয়ন ফলোয়ার কিভাবে হলো?
Coca-Cola
এই তালিকার সবার শেষে অর্থাৎ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ১০ টি ফেসবুক পেজের মধ্যে দশম স্থানে আছে কোকা-কোলার ফেসবুক পেজ, বিশ্বব্যাপী বিভিন্ন রেস্তোরাঁ, জেনারেল বা ডিপার্টমেন্টাল স্টোর, ভেন্ডিং মেশিনসহ বিভিন্ন স্থানে কোকা-কোলা বিক্রি হয়। দ্য কোকা-কোলা কোম্পানির দাবি অনুসারে বিশ্বের ২০০টিরও বেশি দেশে কোকা-কোলা বিক্রি হয়। মানতে হবে এদের ফেসবুক পেজের জনপতা দেখে এটা মানতে হচ্ছে কারন বর্তমানে কোকা-কোলার ফেসবুক পেজের ফলোয়ারের সংখ্যা ১০৯ মিলিয়ন।