মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কিত সকল তথ্য
মাইক্রোসফট ওয়ার্ড হচ্ছে আমেরিকান বহুজাতিক প্রযুক্তি কোম্পানি মাইক্রোসফট কর্পোরেশন কর্তৃক তৈরি করা একটি ওয়ার্ড প্রসেসর। ১৯৮৩ সালে জেনিক্স সিস্টেমের জন্য মাল্টি-টুল ওয়ার্ড নামে বাজারে ছাড়া হয়। পরবর্তীতে আইবিএম, ডস, ম্যাকিন্টশ, এটিএন্ডটি ইউনিক্স পিসি সহ বাণিজ্যিকভাবে স্বতন্ত্র পণ্য বা মাইক্রোসফট অফিস এর সঙ্গে মুক্তি পায়। মাইক্রোসফট ওয়ার্ড স্বতন্ত্র বা মাইক্রোসফট অফিসের সঙ্গে পাওয়া যায়, ওয়ার্ড প্রাথমিক ডেস্কটপ পাবলিশিং ক্ষমতা আছে এবং বাজারে সবচেয়ে বহুল ব্যবহৃত ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার।
ওয়ার্ড ৯৫ হচ্ছে উইন্ডোজের প্রথম ৩২ বিট ভার্সন অফিস ৯৫ এবং উইন্ডোজ ৯৫ একসাথে মুক্তি পায়। এটি মূলত ওয়ার্ড ৬.০ এবং কয়েকটি নতুন বৈশিষ্ট্যসহ যার মধ্যে আছে বানান-পরীক্ষণ। ওয়ার্ড ৯৫ থেকে শুরু, পরবর্তী সকল সংস্করণে নাম্বারের পরিবর্তে সাল দিয়ে বাজারজাত করা হয় ১৯৯৭ সালে মাইক্রোসফট মাক-এর জন্য আলাদা বিভাগ খোলা হয়, যার উদ্দেশ্য ছিল ম্যাক ওএস-এর জন্য সফটওয়্যার তৈরি। ম্যাকের জন্য প্রথম ওয়ার্ড তৈরি হয়, ওয়ার্ড ৯৮ নামে মাকিন্টোশ সংস্করণ। যেটি ওয়ার্ড ৯৭ কম্প্যাটিবল এবং এটিতে উইন্ডোজের ওয়ার্ড ৯৭ -এর বানান পরীক্ষণসহ অন্যান্য বৈশিষ্ট্য যুক্ত ছিল
মাইক্রোসফট ওয়ার্ড কেন শিখবেন?
কম্পিউটার ও তথ্য প্রযুক্তির এই যুগে মাইক্রোসফট ওয়ার্ড শেখা বা জানা থাকা হচ্ছে একটা প্রাথমিক বিষয়, আমাদের দৈনন্দিন জীবনের একটা অংশ। আপনি ব্যবসা করেন! হিসাব রাখার জন্য কম্পিউটার লাগবে, এবং লেখালেকির জন্য মাইক্রোসফট ওয়ার্ডের ব্যবহার জানতে হবে। আপনি কোনো সংস্থা বা কোম্পানিতে চাকরি ইন্টারভিউ দিতে যাবেন সবার প্রথম প্রশ্ন আপনার কি কম্পিউটার কোর্স করা আছে আর কম্পিউটার কোর্সের সবার প্রথমে হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড। আর ব্লগিং শিখতে চাইলে তো কোনো কথাই নেই মাইক্রোসফট ওয়ার্ড বাধ্যতামূলক শিখতেই হবে এছাড়া বর্তমান মাইক্রোসফট ওয়ার্ড শিখে ইনকামও করা যায়, এমন অনেকই আছেন যারা ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস ফাইবারে মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে গিগ তৈরি করে রেখেছন এবং সেই গিগ গুলো সেল করার মাধ্যমে ইনকাম করছেন।
মাইক্রোসফট ওয়ার্ড কিভাবে শিখবেন?
আপনি দুটি উপায়ে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে পারবেন একটি হচ্ছে অনলাইন আরেকটি হচ্ছে অফলাইন আপনি যদি অফলাইনে মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চান তাহলে আপনার নিকটবর্তী এলাকায় খোঁজ নিন কোথায় কম্পিউটার কোর্স করায়, এবং সেখানে ভর্তি হয়ে যান মাইক্রোসফট ওয়ার্ড এর পাশাপাশি মাইক্রোসফট এক্সেল ও টাইপিং শিখতে পারবেন।
আর যদি চান যে ঘরে বসে কোনো টাকা খরচ করা ছাড়াই অনলাইনে মাইক্রোসফট ওয়ার্ড শিখবেন তাহলে সেটাও পারবেন, বর্তমানে ইউটিউবে এমন অনেক চ্যানেল ও ইউটিউবার আছেন যারা মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেল নিয়ে সিরিজ টিউটোরিয়াল করেছেন। তারমধ্যে উল্লেখযোগ্য কিছু চ্যানেল হলো tanvir Academy এই চ্যানেল গুলোতে মাইক্রোসফট ওয়ার্ড ও এক্সেলের আলাদা আলাদা প্লেলিষ্ট আছে, সেগুলো দেখে আপনি খুব সহজেই ঘরে বসে অনলাইন মাইক্রোসফট ওয়ার্ড শিখতে পারবেন।
মাইক্রোসফ্ট ওয়ার্ডের ভবিষ্যত
সম্প্রতি মাইক্রোসফট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সত্য নাদেলা জানিয়েছেন মাইক্রোসফট ওয়ার্ড হল আমাদের সংস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস, বর্তমানে ওয়ার্ড এবং পুরো অফিস স্যুটটি অত্যন্ত সংহত হয়েছে এবং ওএস এক্স, অ্যান্ড্রয়েড এবং আইওএস এর পাশাপাশি উইন্ডোতে চলছে মাইক্রোসফট ওয়ার্ড সর্বশেষ আপডেট করা হয়েছে ২০১৯ সালে এবং পরিবর্তিত কম্পিউটিং সময়ের সাথে তাল মিলিয়ে রাখার জন্য একাধিক ফিচার যুক্ত করা হয়েছে যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে অনুবাদক, শেখার সরঞ্জাম, ডিজিটাল পেন, ও আইকনস। যতদিন যাচ্ছে তত জনপ্রিয় হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড আগামীতে আরো ফিচার যুক্ত করা হবে এবং আমরা আশা করি মাইক্রোসফট ওয়ার্ড আগামীতে আরো জনপ্রিয় হয়ে বিশ্বের এক নাম্বার ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হিসেবে নিজের পজিশন আরো মজবুত করবে।