অনলাইন এক্টিভ ইনকাম সম্পর্কিত সকল তথ্য!
এক্টিভ ইনকাম হচ্ছে আপনি অনলাইনে কাউকে একটি কাজ করে দিলেন তার বিনিময়ে সে আপনাকে কিছু টাকা প্রদান করলো। যেমন আপনি ওয়েব ডিজাইনের কাজ জানেন এখন কেউ আপনাকে বললো তার একটা ওয়েবসাইট ডিজাইন করে দিতে আপনি তার কাজ টা করে দিলেন বিনিময়ে সে আপনাকে ৫০-২০০ ডলার দিলো। অথবা আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজ জানেন, আপনার সার্ভিস রিলেটেড ফাইবারে গিগ তৈরি করে রাখলেন যার দাম ৫ ডলার তারপর কোনো বায়ার যদি সেই গিগ অর্ডার করে তাহলে আপনি তার কাজ টা করে দিলেন এবং আপনার ৫ ডলার ইনকাম হলো। এভাবে করে যত অর্ডার আসবে আপনি তত কাজ করবেন যত কাজ করবেন তত ইনকাম হবে, কাজ না পেলে বা কাজ না করলে ইনকাম হবেনা। এটা হচ্ছে এক্টিভ ইনকাম।
লাইফ টাইম এক্টিভ ইনকাম
পার্ট টাইম এক্টিভ ইনকাম