ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়! disk digger

অনেক সময় আামাদের নিজের বেখেয়ালির কারনে আমাদের ফোনে থাকে বিভিন্ন ছবি বা ফটো ডিলিট হয়ে যায়, আর আমাদের পছন্দের ছবি গুলো ডিলিট হওয়ার পর নিজের ওপর খুব রাগ হয় এবং আফসোস করি তবে বর্তমানে আপনার মোবাইল থেকে কোনো ছবি ডিলিট হয়ে গেলে রাগ বা আফসোস কোনোটাই করার দরকার নেই কারন বর্তমানে বিভিন্ন অ্যাপসের সাহায্যে ডিলিট হওয়া ছবি খুব সহজেই রিকোভার করা যায় বা ফিরিয়ে আনা যায়।



ডিলিট হওয়া ছবি রিকোভারি করার অনেক অ্যাপস আছে তবে আমি আপনার সাথে আজকে যেই অ্যাপসটির কথা বলতে যাচ্ছি বা যে অ্যাপসটির রিভিউ করতে যাচ্ছি তার নাম হচ্ছে disk digger এই অ্যাপসটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিল ২০১২ সালের অক্টোবর মাসে আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২২ সালের জুন মাসে, মাত্র ৩ মেগাবাইটের এই অ্যাপস টি দিয়ে আপনি আপনার মোবাইল থেকে ডিলিট হয়ে যাওয়া যেকোনো ছবি/ফটো ফিরিয়ে আনতে পারবেন খুব সহজেই।

ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনার উপায়! disk digger



অ্যাপস ওভারভিউ


অ্যাপস নামঃ disk digger


মুক্তির তারিখঃ ৩ জুন ২০১২


সর্বশেষ আপডেটঃ ১২ জুন ২০২২


বর্তমান ভার্সনঃ ১.০


ডাউনলোড সাইজঃ ৩ মেগাবাইট


মোট ব্যবহাকারীঃ ১০ কোটি+


মোট র‌্যাটিংঃ প্রায় ৫ লাখ।


অ্যাপস লিংকঃ disk digger

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url