এজ ব্রাউজার সম্পর্কিত সাধারণ প্রশ্ন উত্তর edge browser

প্রিয় ভিউয়ার আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি বিশ্বের বৃহত্তম সফটওয়্যার কোম্পানি মাইক্রোসফট কতৃক উন্নয়নকৃত ২০১৫ তৈরি সালে মুক্তিপ্রাপ্ত মাইক্রোসফট এজ বা এজ ব্রাউজার তৈরি করা হয়েছিলো কত সালে? মূল উদ্ভাবক কে? এজ ব্রাউজারে কি কি ভাষা উপলব্ধ আছে? এজ ব্রাউজারে সাইজ কত? সহ আরো বেশ কিছু সাধারণ প্রশ্ন ও উত্তর।


এজ ব্রাউজার সম্পর্কিত সাধারণ প্রশ্ন উত্তর  edge browser



প্রশ্নঃ এজ ব্রাউজার তৈরি করা হয়েছিলো কত সালে?

উত্তরঃ ২০১৫ সালে।


প্রশ্নঃ এজ ব্রাউজার প্রস্তুতকারী সংস্থার নাম কী?

উত্তরঃ মাইক্রোসফট।


প্রশ্নঃ এজ ব্রাউজারে কয়টি ভাষা উপলব্ধ আছে?

উত্তরঃ ৪০ টি


প্রশ্নঃ এজ ব্রাউজারে কি কি ভাষা উপলব্ধ আছে?

উত্তরঃ বাংলা, ইংরেজি, হিন্দি, তামিল, চীনা, তেলুগু, রুশ,ভিয়েতনামী, ইন্দোনেশীয়, পর্তুগিজ, স্পেনীয়, আরবি, ফরাসি ইত্যাদি।


প্রশ্নঃ এজ ব্রাউজারের সবচেয়ে বেশি ব্যবহারকারী কোন দেশের?

উত্তরঃ  আফ্রিকা ও আমেরিকার ও চীন।


প্রশ্নঃ এজ ব্রাউজারের প্রথম কোন প্লাটফর্মের জন্য তৈরি করা হয়েছিলো?

উত্তরঃ উইনডোজ ১০ ও এক্সবক্স ওয়ান।


প্রশ্নঃ বর্তমানে কোন কোন প্লাটফর্মে এজ ব্রাউজার ব্যবহার করা যায়?

উত্তরঃ অ্যান্ড্রয়েড, আইওএস, উইন্ডোজ, লিনাক্স। 


প্রশ্নঃ এজ ব্রাউজার ব্যবহারকারীর সংখ্যা কত?

উত্তরঃ ৪৩ কোটি।


প্রশ্নঃ এজ ব্রাউজারের উইন্ডোজ সংস্করণ কত মেগাবাইট?

উত্তরঃ ৩৫ মেগাবাইট।


প্রশ্নঃ এজ ব্রাউজারের লিনাক্স  সংস্করণ কত মেগাবাইট?

উত্তরঃ ৫২ মেগাবাইট। 


প্রশ্নঃ এজ ব্রাউজার ম্যাক সংস্করণ মুক্তি পায় কতসালে?

উত্তরঃ ২০১৯ সালে।


প্রশ্নঃ এজ ব্রাউজারের ম্যাক সংস্করণ কত মেগাবাইট?

উত্তরঃ ৪৮ মেগাবাইট।


প্রশ্নঃ এজ ব্রাউজার আইওএস সংস্করণ মুক্তি পায় কতসালে?

উত্তরঃ ২০১৭ সালে।


প্রশ্নঃ এজ ব্রাউজার আইওএস সংস্করণ কত মেগাবাইট? 

উত্তরঃ ৫০ মেগাবাইট 


প্রশ্নঃ এজ ব্রাউজার অ্যান্ড্রয়েড সংস্করণ মুক্তি পায় কতসালে?

উত্তরঃ ২০১৭ সালে।


প্রশ্নঃ এজ ব্রাউজার প্লেষ্টোরে পাবলিশ করা হয় কতসালে?

উত্তরঃ ২০১৮ সালে।


প্রশ্নঃ এজ ব্রাউজারের অ্যান্ড্রয়েড সংস্করণ কত মেগাবাইট?

উত্তরঃ ৭৭ মেগাবাইট।


প্রশ্নঃ এজ ব্রাউজার কতবার ডাউনলোড হয়েছে?

উত্তরঃ ১০ মিলিয়ন।


প্রশ্নঃ এজ ব্রাউজারের রিভিউ র‌্যাটিং কত?

উত্তরঃ ৪.৬


প্রশ্নঃ এজ ব্রাউজারের রিভিউ সংখ্যা কত?

উত্তরঃ ৫৫০k+


প্রশ্নঃ এজ ব্রাউজারের সর্বশেষ আপডেট করা হয়েছে কবে?

উত্তরঃ ২০২২ সালের জুলাই মাসে। 


প্রশ্নঃ এজ ব্রাউজারের বর্তমান ভার্সন কত?

উত্তরঃ ৭০.৩.৩৬.১০১.২.০



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url