Multi coins থেকে ইনকাম করার উপায়
আপনি যদি মোবাইল দিয়ে প্রতিদিন ১০০-১৫০ টাকা ইনকাম করতে চান তাহলে আজকের এই টিউটোরিয়াল টি আপনার জন্য, আজকে যেই ওয়েবসাইট টি শেয়ার করছি এই সাইটের নাম multi coins এটি একটি GTP সাইট অর্থাৎ get to paid এই সাইটে পিটিসি, শর্টলিংক সহ মোট ৫ ধরনের কাজ আছে।
রেজিষ্ট্রেশন করার নিয়ম
আপনি যদি এই সাইটে কাজ করতে চান তাহলে সবার প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে, আর রেজিষ্ট্রেশন করার জন্য সরাসরি এই লিংকে চলে যান সেখানে একটি রেজিষ্ট্রেশন ফরম দেখতে পারবেন সেই ফরমে আপনার নাম ই-মেইল পাসওয়ার্ড দিয়ে খুব সহজেই একাউন্ট খুলতে পারবেন।
কাজ করার নিয়ম
রেজিস্ট্রেশন করা হয়ে গেলে আপনার ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে লগ-ইন করে সবার প্রথমে প্রোফাইল টা সম্পূর্ণ করে নিবেন আর কাজ করার জন্য আপনার ড্যাসবোর্ডে চলে যাবেন সেখানে ৫-৬ ধরনের কাজ আছে যেগুলো আমি সংক্ষিপ্ত আকার বুঝয়ে দেওয়ার চেষ্টা করেছি।
Shortlinks শর্টলিংক সম্পর্কে হয়তো আপনারা অনেকে জানেন, বিভিন্ন নিউজ, টিপস ও টিউটোরিয়ালের লিংক একটি শর্টনার সাইটের মাধ্যমে শর্ট করা থাকে যেগুলোতে ক্লিক করলে ৫-৭ সেকেন্ড অপেক্ষা করতে হয়, তারপর সময় শেষ হলে অটোমেটিক ভাবে আপনার ড্যাসবোর্ডে রিডাইরেক্ট হবে। আর প্রতি ১ হাজার শর্ট লিংকে ক্লিক করার জন্য আপনার ৩-১০ ডলার ইনকাম হবে।
PTC পিটিসি হচ্ছে পেইড টু ক্লিক মানে এটা হচ্ছে অনলাইন জগতের সবচেয়ে সহজ একটি কাজ আপনার সামনে কিছু বিজ্ঞাপন আসবে সেগুলেতে ক্লিক করার মাধ্যমে আপনার ইনকাম হবে, পিটিসি কাজের দাম একেক সাইটে একেক ধরের হয়ে থাকে তবে এই সাইটে আপনি যদি বিজ্ঞাপন গুলো তে ক্লিক করলে প্রতি ক্লিকর দাম দেওয়া হয় ০.০০২ সেন্ট।
Offerwalls অফার ওয়াল, নাম শুনেই বুঝা যায় এটি একটি অফার বা বোনাস এখানে তেমন কোনো কাজ নেই, তবে এই অফার ওয়ালের মাধ্যমেও আপনি ইনকাম করতে পারবেন, স্পিন করে।
Faucet ম্যানুয়াল ফসেট থেকে আপনি প্রতি ৫ মিনিট পর পর পয়েন্ট কালেক্ট করতে পারবেন, যে পয়েন্ট গুলো ডলারে কনভার্ট করে উইদ্রো দিতে পারবেন। এই ফেস্ট এর দুটি অপশন আছে একটি হচ্ছে manual faucet আরেকটি হচ্ছে auto ফসেট তবে নতুন অবস্থায় অটো ফসেট থেকে পয়েন্ট কালেক্ট করতে পারবেন না।
পেমেন্ট পদ্ধতি
এই সাইটের পেমেন্ট পদ্ধতি হচ্ছে ক্রিপ্টো কারেন্সি অর্থাৎ বিটকয়েন, লাইটকয়েন ও পেয়ারের মাধ্যমে উইদ্রো দিতে পারবেন প্রতি সপ্তাহে ১ দিন এরা পেমেন্ট করে
সাপোর্ট ও যোগাযোগ
নীতিমালা সমূহ
আপনি যদি এই সাইটে কাজ করেন তাহলে একটি ডিভাইস দিয়ে একটির বেশি একাউন্ট করবেন না।
এই সাইটে কাজ করার সময় ভুল করেও ভিপিএন ব্যবহার করা যাবেনা।
প্রতিদিন সাইটে লগ-ইন করবেন এবং অন্ততপক্ষে প্রতিদিন ২-১ টি করে কাজ করবেন নয়তো একাউন্ট বন্ধ হয়ে যেতে পারে।