wcc2 ক্রিকেট গেম সম্পর্কিত সকল তথ্য!
যারা ক্রিকেট ভালোবাসেন ক্রিকেট খেলা দেখতে ভালোবাসেন এবং মোবাইল দিয়ে ক্রিকেট গেম খেলেন তারা নিশ্চয় wcc2 অর্থাৎ world cricket Champion2 গেমটাকে খুব ভালো করেই চিনেন এবং জানেন, আমি নিজেও একজন ক্রিকেট প্রেমি তাই অবসর সময় আমিও মাঝে মাঝে এই গেমটি খেলি, আমি এই গেম খেলা শুরু করে ছিলাম আজ থেকে প্রায় ৫-৬ বছর আগে তখন এই গেমের তেমন একটা ভলো ফিচার ছিলো না তবে গত ৪-৫ বছরে অনেক আপডেট হয়েছে এবং যুক্ত হয়েছে অনেক সুন্দর ও আকর্ষণীয় কিছু ফিচার। আর আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এই wcc2 গেমের সকল ফিচার, উন্নয়নকারী সংস্থা, গেম খেলার নিয়ম সহ জানা অজানা সকল তথ্য।
গেমের ইতিহাস
wcc2 যার ফুল ফর্ম হচ্ছে world cricket championship আর ২ এর মানে হচ্ছে এর আগে wcc নামের একটি ক্রিকেট গেম গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো তবে সেটা তেমন একটা জনপ্রিয় হয়নি। এই গেমটির উন্নয়নকারী সংস্থার নাম nextwave multimedia যার পেরেন্ট সংস্থা হচ্ছে ১৯৯৯ সালে প্রতিষ্টিত হওয়া ভারতীয় প্রযুক্তি বিষয়ক কোম্পানি Nazara Technologie এই গেমটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০১৫ সালের জুলাই মাসে আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২২ সালের মে মাসে। শুরুতে এই গেমের সাইজ ছিলো মাত্র ৬৪ মেগাবাইট তবে আস্তে আস্তে এই গেমের নতুন নতুন ফিচার যুক্ত হয়েছে যার কারনে বর্তমানে এই গেমের সাইজ হচ্ছে ৪৩৪ মেগাবাইট। সারা বিশ্বে এই গেমটির ব্যবহারকারীর সংখ্যা ৫০ মিলিয়ন+ আর গুগল প্লে ষ্টোরে ৫ স্টার র্যাটিং হচ্ছে ৪.২ রিভিউ সংখ্যা ৩ মিলিয়ন বা ৩০ লাখ।
গত তিন বছরে এই গেমটি প্রায় ৩০ বার আপডেট হয়েছে যার কারণে এই গেমের সাইজ ৬গুন বৃদ্ধি পেয়েছে আর এর জন্য যাদের মোবাইলের পারফর্মেন্স কম তারা এই গেমটি খেলতে পারেন না। আমার মনে আছে আমি যখন প্রথম এই গেমটি খেলতাম তখন অামার হাতে থাকা মোবাইল টার র্যাম ছিলো মাত্র ৫১২ মেগাবাইট আর বর্তমান ২ জিবি র্যামের মোবাইল দিয়েও এই গেমটি সুন্দর ভালো খেলা যায়না, (মোবাইল হ্যাং করে)
তবে হতাশ হওয়ার কিছু নেই যাদের মোবাইলের পারফর্মেন্স কম তাদের কথা চিন্তা করে এই গেম নির্মানকারী সংস্থা wcc lite নামের আরো একটি গেম তৈরি করছেন, অরিজিনাল গেমের অনেক ফিচার যু্ক্ত করা হয়েছে এই লাইট ভার্সনেও। তাই আপনার হাতের ফোনের র্যাম যদি ২ জিবি বা তারও কম থাকে তাহলে আপনি উপভোগ করতে পারবেন বিশ্বের সেরা শীর্ষ ও জনপ্রিয় অ্যান্ড্রয়েড ক্রিকেট গেম world cricket championship