টেলিটক সম্পর্কিত সকল তথ্য
টেলিটক সম্পর্কিত সকল তথ্য
টেলিটক হচ্ছে বাংলাদেশের সরকারি মোবাইল অপারেটর এই প্রতিষ্ঠানটি যাত্রা শুরু হয়েছিল ২০০৫ সালে। ২০২১ সালের জুনে মাসের হিসাব অনুযায়ী টেলিটক কোম্পানির গ্রাহক সংখ্যা ৬০ লাখ এবং ৩.৩৯% মার্কেটিং শেয়ার নিয়ে সবার পিছনে আছে প্রতিষ্ঠানটি। বাংলাদেশর গ্রোইং টেলিকম সেন্টার সকারের জন্য নতুন একটি আয়রের উৎস হিসাবে গণনা করে ২০০৪ সালের জুন মাসে Bangal Telephone & Telegraph Board (BTTB) একটি নতুন প্রজেক্ট এর কাজ শুরু করেন।
Teletalk Bangladesh Ltd