ইবুক সম্পর্কিত সকল তথ্য
ইবুক বা ই-বই এর পূর্ণরূপ হচ্ছে ইলেক্ট্রনিক বুক যাকে ই-বুক, ইবুক, ডিজিটাল বুক বা ই-সংস্করণও বলা হয় হলো একটি বই যার প্রকাশনা করা হয়েছে ডিজিটাল আকারে, যাতে সাধারণ বইয়ের মতই লেখা, ছবি, চিত্রলেখ ইত্যাদি রাখা হয়েছে এবং এগুলো কম্পিউটার ও স্মার্টফোনের সাহায্য পড়া যায়। বাণিজ্যিকভাবে প্রস্তুত করা এবং বিক্রিত ই-বই সাধারণত ই-রিডারে পড়ার উপযোগী করে বানানো হয়।
ই-বুকের মাধ্যমে পড়াশোনার আগ্রহ আমেরিকায় বাড়ছে, ২০১৪ সালেই ২৮ ভাগ লোকের ই-বুক রয়েছে যার পরিমাণ ২০১৩ সালে ছিল ২৩ ভাগ। এই বৃদ্ধির কারণ ৫০ ভাগ আমেরিকান ২০১৪ সালের শেষ নাগাদ শুধু মাত্র ই-রিডার বা ট্যাবলেট যন্ত্র ক্রয় করেছে যার পরিমাণ ছিল ৩০ ভাগ ২০১৩ সালের শেষ নাগাদ।
সাথেই থাকুন পরবর্তীতে ইবুক সম্পর্কে ইতিহাস উৎপাদনা, পরিভাষা মুদ্রিত বইয়ের সাথে তুলনা সহ আরো কিছু বিষয় যুক্ত করা হবে।