অনেক দিন ধরে আমি এমন একটা অ্যাপ খুজছিলাম অবশেষে পেয়ে গেলাম, আমার মতো হয়তো এমন অনেকই আছেন যারা মেয়ে কন্ঠে কথা বলার অ্যাপ খুঁজতেছেন তাদের জন্য আজকের এই টিউটোরিয়াল যেখানে আমি শেয়ার করতে যাচ্ছি মেয়ে কন্ঠে কথা বলার সবচেয়ে ভালো জনপ্রিয় একটি অ্যাপ, এই অ্যাপের সাহায্য ভয়েস পরিবর্তন করার পাশাপাশি আপনার মোবাইল যেকোনো অডিও ফাইল এডিটিং ভিডিও থেকে অডিও, অডিও স্প্রিড পরিবর্তন, সহ আরো অনেক ধরনের এডিটিং টুল পেয়ে যাবেন।
এই অ্যাপসটুর নাম Audio Lab এটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিলো ২০২০ সালের জানুয়ারি মাসে আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২২ সালের এপ্রিল মাসে, মাত্র ১৭ মেগাবাইটের এই অ্যাপসটির এখন পর্যন্ত গুগল প্লেষ্টোরে থেকে ১০ মিলিয়ন বা ১ কোটিও বেশি মানুষ ডাউনলোড করেছেন, যার মধ্যে ২ লাখের বেশি মানুষ ৫ স্টার র্যাটিং দিয়েছেন।
Download link: click hare
0 Comments