সেরা ১০ টি মুভি এক্সপ্লেইন চ্যানেল
বিনোদনের আরেক নাম মুভি বা সিমেনা তবে বর্তমানে ফেসবুক আর ইউটিউবের যুগে মানুষ এখন আর ২-৩ ঘন্টা সময় নিয়ে মুভি দেখেন না। দেখলেও তাদের সংখ্যাটা অনেক কম, আর এখন তো ইউটিউবে এমন অনেক চ্যানেল আছে যেখানে ২-৩ ঘন্টার সিনেমাকে ১০-১২ মিনিটে এক্সপ্লেইন করে থাকেন, এবং উনার খুব দ্রুতই তাদের চ্যানেল গ্রো করতে সক্ষম হয়েছেন, তাদের কে দেখে নতুন নতুন অনেক ইউটিউবার মুভি এক্সপ্লেইন চ্যানেল খুলে সেখানে বিভিন্ন মুভি এক্সপ্লেইন করছেন, কিন্তু সবাইকে দিয়ে সব কাজ হয়না, এমন অনেকে আছেন যারা সঠিক ও শুদ্ধভাবে কথাই বলতে পারেন না আবার অনেকেই আছেন যারা তাদের সুন্দর ভয়েস ও উপস্থাপন দিয়ে খুব দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেছেন এবং অর্জন করেছেন লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার।
আপনি যদি মুভি লাভার হয়ে থাকেন এবং অল্প সময়ের মধ্যে ২-৩ ঘন্টার সিনেমার সম্পূর্ণ কাহিনি ১০-১২ মিনিটের মধ্যে উপভোগ করতে চান তাহলে কোনো চ্যানেল গুলো ফলো করবেন? আমি তার একটা তালিকা করেছি এবং আপনাদের সাথে শেয়ার করছি। সময় ও সুযোগে পেলে আমি নিজেও এই চ্যানেল গুলোর ভিডিও দেখি।
Random video Channel
মুভি বা সিনেমা এক্সপ্লেইন চ্যানেলের কথা বলতে গেলে সবার প্রথমে যে নামটি আসে সেটি হচ্ছে Random video Channel এই চ্যানলটি খুলা হয়েছিল ২০১৮ সালে। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৩ মিলিয়ন। শুরুতে এই চ্যানেল বিভিন্ন বাইক রিভিউ ও গান রিভিও করা হতো তারপর ২০২১ সালে এই চ্যানেলে বাংলা উর্দু হিন্দি আরবি চাইনিজ জাপানিজ কুরিয়ান সহ প্রায় সব ধরনের মুভি এক্সপ্লেইন করা হয়। এখন পর্যন্ত এই চ্যানেলে ৩০০+ মুভির এক্সপ্লেইন করা হয়েছে আপনি যদি চাইনিজ জাপানিজ ও কুরিয়ান মুভি পছন্দ করে থাকেন তাহলে এই চ্যানেল টি আপনার জন্য।
সিনেমা সংক্ষেপ
সুন্দর সুস্পষ্ট এবং খুব সহজ ভাবে মুভি এক্সপ্লেইন করার জন্য আমি সময় পেলেই এই চ্যানেলে ভিডিও গুলো দেখি, এই চ্যানেলের মালিকের নাম মোমিন আকন্দ, চ্যানেলটি খুলা হয়েছিল ২০১৯ সালে, যেখানে প্রায় ৫০+ মুভির এক্সপ্লেইন করা হয়েছে যার মধ্যে ২-১ টা বাদে প্রায় সবগুলোই ভারতীয় সিনেমা। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার ১ লাখ+ যদিও অনেক কম তবে আমার ধারনা উনি যেভাবে মুভি এক্সপ্লেইন করেন নিয়মিত যদি কাজ করতে পারেন তাহলে খুবই দ্রুত জনপ্রিয়তা লাভ করবেন।
Asd story
উনি যেভাবে উনার ভিডিওতে ভয়েস দেন এক কথায় অসাধারণ, উনার ভিডিও ইন্টোতে যখন তিনি ASD Story নামটা বলেন তখন অন্য রকম একট অনুভুতি হয়। ব্যক্তিগত ভাবে উনার ভয়েস আমার খুব ভালো লাগে, তাছাড়া উনার ইউটিউব চ্যানেলে যেই মুভি গুলো এক্সপ্লেইন করা হয়েছে সেগুলোও খুব সুন্দর ও জনপ্রিয়, এই চ্যানেল টি খুলা হয়েছিল ২০২১ সালের মার্চ মাসে আর এখন পর্যন্ত এই চ্যানেলে ১০০+ মুভির এক্সপ্লেইন করা হয়েছে। বর্তমানে এই চ্যানেলে প্রতি সপ্তাহে ২-১ টি করে ভিডিও আপলোড করা হয় আর সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৫ লক্ষ।
knox asraf
২০১৯ সালের অক্টোবর মাসে খোলা এই চ্যানেলটিতে এখন পর্যন্ত মাত্র ৮৮ টি ভিডিও আপলোড করা হয়েছে কিন্তু সাবস্ক্রাইব মাত্র ৩৬ হাজার, উনার উপস্থাপনও খুবই ভালো ও সুন্দর তবে এতোদিনে মাত্র ৩৬ হাজার সাবস্ক্রাইব খুব কম। চ্যানেলের বয়স ও ভিডিওর সংখ্যা অনুযায়ী সাবস্ক্রাইব থাকার কথা ছিলো প্রায় ২-৩ লাখ।
Plabon world
এই চ্যানেলের মালিক বা প্রতিষ্টাতার নাম প্লাবন, এই ইউটিউব চ্যানেল টি খুলা হয়েছিল ২০২২ সালের জানুয়ারি মাসে মাত্র ৮ মাসে এই চ্যানেলটি মুটামুটি ভালোই জনপ্রিয় হয়ে উঠেছে যার অন্যতম কারণ হচ্ছে সুন্দর উপস্থাপন, এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৬২ হাজার আর এখন পর্যন্ত এই চ্যানেলে ৪৬ টি ভিডিও আপলোড করা হয়েছে।
Movie in bengali
এই চ্যানেলের মালিকের নাম সৌরিন ইনি একজন ভারতীয় ইউটিউবার, এই ইউটিউব চ্যানেল টি খোলা হয়েছিল ২০১৯ সালের ডিসেম্বর মাসে তবে প্রথম এই চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে ২০২১ সালের মে মাসে। এখন পর্যন্ত এই চ্যানেলে ৩০০+ ভিডিও আপলোড করা হয়েছে আর মোট সাবস্ক্রাইবের সংখ্যা প্রায় ৬ লাখ।
Savage420
Savage420 হচ্ছে random video channel অর্থাৎ আল-আমিন এর দ্বিতীয় চ্যানেল এই চ্যানেল টি খুলা হয়েছিল ২০১৯ সালের অক্টোবর মাসে, এখন পর্যন্ত এই চ্যানেলে ২৫০+ ভিডিও আপলোড করা হয়েছে আর সাবস্ক্রাইবকর সংখ্যা ১৬ লাখ ২০ হাজার। আপনি যদি মার্বেল সিরিজের মুভি গুলো পছন্দ তাহলে এই চ্যানেল টি আপনার জন্য হতে পারে প্রথম ও শেষ পছন্দ।
সিনেমন
সিনেমন ইউটিউব চ্যানেল টি খোলা হয়েছিল ২০২১ সালের এপ্রিল মাসে ৯ তারিখে, আর প্রথম এই চ্যানেল ভিডিও আপলোড করা হয়েছে ২০২১ সালের এপ্রিল মাসের ১৯ তারিখে, অর্থাৎ চ্যানেল খোলার ১০ দিন পর। প্রথম আপলোড করা ভিডিও ভিউ সংখ্যা ১ মিলিয়ন বা ১০ লাখ। এই চ্যানেলের মালিকের নাম জানা যায়নি, গত দের বছরে মাত্র ৭২ টি ভিডিও দিয়ে অর্জন করেছেন প্রায় ৭ লাখ সাবস্ক্রাইবার।
Golper Govire
এই চ্যানেল টি খোলা হয়েছিল ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে। সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র ৩০ হাজার দেখে আমার কাছে একটু খারাপ লেগেছে। কারণ গত এক বছরে এই চ্যানেলে ৮০+ ভিডিও আপলোড করা হয়েছে, তারপর দেখলাম উনার কাজে একটু ভুল আছে যার কারণে সাবস্ক্রাইবার বাড়ছে না!
cinema with romana
তেমন একটা জনপ্রিয় না থাকা সত্বেও আমি এই চ্যানেল টি এই তালিকায় রেখেছি, কারন মাত্র ৬ মাসে উনি ১ লাখের বেশি সাবসক্রাইবার অর্জন করেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারী মাসে খোলা এই চ্যানেল ভিডিও আছে মাত্র ৪৬ টা আর সাবস্ক্রাইবার সংখ্যা ১ লাখ ২৩ হাজার। ব্যাক্তিগত ভাবে আমি এই চ্যানেলে কে পছন্দ করিনা কারন তার কথা বার্তায় অশালীন ইঙ্গিত আছে।
এই টিউটোরিয়াল যেই ১০ টি চ্যানেলের কথা উল্লেখ করা হয়েছে তার সবগুলো আমার পছন্দর ও অনুসন্ধান অনুযায়ী এখানে তালিকা করা হয়েছে এবং প্রতিটানচ্যানেল সম্পর্কে আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করেছি। আমার মতে সঙ্গে অন্য কারো দ্বিমত থাকতেই পারে। অথবা এমনও চ্যানেল থাকতে টারে যেগুলো এখানে রাখা উচিৎ ছিলো। আপনার সন্ধানে যদি এমন কোনো চ্যানেল থাকে তাহলে আমাদের জানাতে পারেন আমি চেষ্টা করবো সেই চ্যানেল টি তথ্য এখানে যুক্ত করে দেওয়ার। ধন্যবাদ projukti buzz এর সাথেই থাকুন।