বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রোগ্রামার কে?
বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রোগ্রামারের নাম কৌটিল্য কাটারিয়াও যুক্তরাজ্যের নর্দাম্পটনের বসবাসকারী কৌটিল্যর বয়স এখন ৮ কিন্তু বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রোগ্রামার হিসেবে গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড করেছেন ২০২০ সালে তখন তার বয়স ছিলো মাত্র ৬ বছর। কৌটিল্যর বাবা ঈশ্বরী কাটারিয়া তান ছেলের সম্পর্কে বলেন করোনাভাইরাসের প্রভাবে ভ্রমণে নিষেধাজ্ঞা এবং লকডাউনের কারণে কৌটিল্য যখন বাসায় অতিরিক্ত সময় পেল তখস সে নিজের কৌতূহল মেটাতে নিয়মিত কম্পিউটার ব্যবহারে মনোযোগী হয়ে উঠে। আমরা তখন অনলাইনে বিনা মূল্যে ভালো কিছু কম্পিউটিং এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কোর্স খোঁজা শুরু করলাম। যাতে করে সে ভিন্ন কিছু করতে পারে।
তারপর আইবিএম এর কিছু ফ্রি কোর্স পেলাম শুরুতে এইচটিএমএল ও জাভাস্ক্রিপ্ট ভাষা দিয়ে কম্পিউটার প্রোগ্রামিং শেখা শুরু করে তারপর কৌটিল্যর মনে হয়েছে, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিং শেখার জন্য এখন বিশ্বের সেরা প্রোগ্রামিং ভাষা হলো পাইথন। ছয় থেকে সাত মাসের প্রশিক্ষণে পাইথন শেখা সম্পূর্ণ হয়। কৌটিল্যর বাবা আরো জানান অভিভাবক হিসেবে আমার ছেলের এই অর্জনে আমি খুবই আনন্দিত এবং গর্বিত।
তবে এখানেই শেষ নয়! আইবিএমের আরও দুটি প্রোগ্রামিং কোর্স করছে সম্পূর্ণ করেছে কৌটিল্য কাটারিয়াও সব মিলিয়ে আইবিএমের চারটি পেশাদার সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছে সে। আইবিএম কতৃপক্ষ জানিয়েছেন কৌটিল্যর যেকোনো সহযোগিতা ও দক্ষতা বৃদ্ধির জন্য তারা সব সময় পাশে থাকবে।