রবি সিম সম্পর্কিত সকল তথ্য

রবি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক পরিসেবা প্রদানকারী প্রতিষ্ঠান। যার গ্রাহক নাম্বার হচ্ছে ০১৮ এই প্রতিষ্টানের সিংহভাগ শেয়ার হচ্ছে আজিয়াটা গ্রুপের আর ৩০% শেয়ার হচ্ছে ভারতী এন্টারপ্রাইজ অফ ইন্ডিয়া এয়ারটেলের, এটি বাংলাদেশে প্রথম জিপিআরএস ব্যবস্থা চালু করে। ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে রবি সিমের ৩২ টি ওয়াক ইন সেন্টার রয়েছে। এবং বাংলাদেশে সবার আগে সবচেয়ে বেশি এলাকাতে একযোগে ৪জি ইন্টারনেট সেবা দিয়ে এক মাইলফলক অর্জন করেছে। বর্তমানে বাংলাদেশের ৬৪ টি জেলাতেই রবির নেটওয়ার্ক রয়েছে এবং রবি ও এয়ারটেল এই দুইটি টেলিযোগাযোগ একসাথে হয়ে পরিসেবা প্রদান করে আসছে।


এছাড়া বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম কে নিয়ে একটি মানহানিকর পোস্ট, নজরুল এর গান ব্যাবহার করে রয়্যালটি না দেবার অভিযোগ, রবি পরিচালিত ভিডিও স্ট্রিমিং প্লাটফর্ম এ অশ্লীল ভিডিও প্রচারের অভিযোগ উঠে রবির বিরুধ্যে। ওয়েব সিরিজির নামে সেন্সরবিহীন অশ্লীল ভিডিও সামগ্রী প্রচারের অভিযোগ সহ আরো বেশ কযেকটি কারনে বেশ কয়েকবার সমালোচিত হয়েছে। আজকের এই টিউটোরিয়াল আপনি জানতে চলেছেন রবি সিমের ইতিহাস, মালিকানা আয়ব্যয় পরিষেবা সমূহ সহ এখন পর্যন্ত কি কি কারনে রবি সমালোচিত হয়েছে সেই সকল তথ্য।


রবি সিমের ইতিহাস    রবি সিমের মালিকানা    রবি সিমের আয়ব্যয়    রবি সিমের পরিষেবা    রবি সবমের গ্রাহক সেবা    রবি সিমের সমালোচনা




রবি সিমের ইতিহাস


রবি সিমের মালিকানা


কর্মকর্তা ও কর্মচারী

রবি অজিয়াটা লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তার নাম রিয়াজ রাশিদ যিনি যুক্তরাজ্যের চার্টার্ড ইনস্টিটিউট ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টসের ফেলো এবং ইনস্টিটিউট অফ চার্টার্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অফ শ্রীলঙ্কার ফেলো সদস্য। রিয়াজ রাশিদ শ্রী জয়াবার্দেনাপুরা বিশ্ববিদ্যালয়ের পোস্টগ্রাজুয়েট ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট, থেকে এমবিএ এবং পিওর সায়েন্সে স্নাতক (বিএসসি) ডিগ্রি অর্জন করেছেন।


রিয়াজ তার পেশাগত জীবন শুরু করেছিলেন আর্নস্ট অ্যান্ড ইয়ং-এ এবং রবির যোগদানের আগে তাঁর শেষ দায়িত্ব ছিল শ্রীলঙ্কার হাচিসন টেলিযোগাযোগের ডেপুটি চিফ এক্সিকিউটিভ অফিসার হিসেবে। হাচিসন টেলিযোগাযোগের আগে, রিয়াজ ইটিসালাত শ্রীলঙ্কা’র উপ-প্রধান নির্বাহী / প্রধান আর্থিক কর্মকর্তা হিসাবেও দায়িত্ব পালন করেছেন। তিনি শ্রীলঙ্কায় সেল্টেল লঙ্কা লিমিটেড এবং টিগো লঙ্কা প্রাইভেট লিমিটেডের চিফ ফিনান্সিয়াল অফিসার হিসাবেও দায়িত্ব পালন করেছেন। সব মিলি তিনি তার কর্ম জীবনের ২৮ বছরের মধ্যে  ২৫ বছর কাটিয়েছেন মোবাইল টেলিযোগযোগ সংস্থায়, মোবাইল টেলিকমিউনিকেশনে প্রবেশের আগে রিয়াজ শ্রীলঙ্কার কঙ্গোমেরেট, হাইলেস গ্রুপ অফ কোম্পানিতেও কাজ করেছেন। 



রিয়াজ রিশিদ রবি অজিয়াটা লিমিটেড এ প্রধান নির্বাহী কর্মকর্তা নিযুক্ত হয়েছেন ২০২১ সালের অক্টোবর মাসে, এর আগে এই সংস্থা দর প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন মাহতাবউদ্দিন আহমেদ।


শিহাব আহমেদ সিসিও

রুহুল আমিন সিএসও

সাহেদ আলম সিসিআরও

মো. ফয়সাল ইমতিয়াজ খান সিএইচআরও





রবি সিমের আয়ব্যয়


রবি সিমের পরিষেবা


রবি সিমের সমালোচনা

গত দুই বছর আগে ২০২০ সালে মে মাসের ২৫ তারিখ ছিল কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শ্রদ্ধা জানাতে গিয়ে মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেড কাজী নজরুল ইসলামের ছবির বদলে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ব্যবহার করেছেন এই রকম ভুল ছবি ও অনুমতি ছাড়া গান ব্যবহার এবং রয়্যালটি না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় কবির স্বজনেরা এসব অভিযোগে তারা টেলিকম প্রতিষ্ঠান রবির বিরুদ্ধে মামলা করার কথাও জানিয়েছেন।


কাজী নজরুল ইসলাম পোষ্টের সমালোচনার দুই মাস পর ২০২০ সালের জুন মাসে ওয়েব সিরিজির নামে সেন্সরবিহীন অশ্লীল ভিডিও কনটেন্ট প্রচারের অভিযোগ উঠেছিলো রবির বিরুদ্ধে, এ ঘটনার পর তথ্য মন্ত্রণালয় থাে একটি চিঠি পাটানো হয় যেখানে বলা হয় আপনার প্ল্যাটফর্ম এবং নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রতি ওয়েব সিরিজের নামে সেন্সরবিহীন নগ্ন, অশালীন ও কুরুচিপূর্ণ দৃশ্য, কাহিনী ও সংলাপ সংবলিত ভিডিও কনটেন্ট ওয়েবে আপলোড করে প্রচার করা হয়েছে বলে জানা গেছে, বিষয়টি সরকারের দৃষ্টিগোচর হয়েছে। আগামী সাত দিনের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা চেয়ে এই ধরনের ভিডিও কন্টেন্ট আপলোড ও প্রচারে সরকারি কোনো রেজিস্ট্রেশন বা লাইসেন্স আছে কিনা আর থাকলে তার বিস্তারিত জমা দিতে বলা হয়েছে।


এছাড়াও রবি ও এয়ারটেল সিমের বিরুদ্ধে আমার একটি ব্যক্তিগত অভিযোগ আছে! সেটি হচ্ছে তারা সোশ্যাল মিডিয়া, ও টিভি চ্যানেলে প্রচারণা করে যে রবি ৪.৫ জি কিন্তু সত্যিকার অর্থে তাদের ইন্টারনেট স্পিড ৩ জি গতিতেও চলে না। তবে হ্যাঁ হয়তো কিছু কিছু জেলা বা এলাকায় তারা ৪.৫ জি কাভারেজ করতে সক্ষম হয়েছেন কিন্তু যেভাবে প্রচার করবেন এতে করে বুঝা যায় সারা বাংলাদেশে তারা ৪.৫ জি স্পিড দিচ্ছে। 



রবি সিমের অফিশিয়াল ওয়েবসাইট

রবি সিমের অফিশিয়াল ফেসবুক পেজ 

রবি সিমের অফিশিয়াল ইউটিউব চ্যানেল


Next Post Previous Post
1 Comments
  • Sheikh Md. Abdullah
    Sheikh Md. Abdullah September 18, 2022 at 6:17 PM

    জানলাম অনেক কিছু, ধন্যবাদ।

Add Comment
comment url