বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে?

বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ? 


বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ?


বিশ্বের প্রথম কম্পিউটার প্রোগ্রামারের নাম অ্যাডা অগ্যাস্টা। অ্যাডা অগ্যাস্টরের জন্ম ১৮১৫ সালে লন্ডনে, বাবা ব্রিটিশ কবি এবং রোম্যান্টিক আন্দোলনের অন্যতম মুখ্য ব্যাক্তি জর্জ গর্ডন বায়রন অ্যাডা মাত্র ৩৬ বছর বেঁচে ছিলেন, জরায়ুর ক্যান্সার এবং অতিরিক্ত রক্তক্ষরণে ১৮৫২ সালের ২৭ নভেম্বর তার মৃত্যু হয়।



আধুনিক কম্পিউটারের জনক  চার্লস উইলিয়াম ব্যাবেজ যখন তার ডিফারেন্স মেশিন বা এনালিটিক্যাল এঞ্জিন নামক কম্পিউটার আবিষ্কার করছিলেন তখন অ্যাডা তার গণিতবিষয়ক বিশ্লষণী ক্ষমতার দ্বারা বুঝতে পেরেছিলেন এই কম্পিউটার গুলোর নাম্বার ক্রাঞ্চিং এর অমিত সম্ভাবনা সম্পর্কে ।  



আর এমন একটা সময়ে এই অসামান্যা নারী চার্লস ব্যাবেজকে যেসব সম্ভাবনার কথা জানান তা তার কাজকে আরো বেগবান করেছিল। সহজ ভাষায় বলতে গেলে আধুনিক কম্পিউটার আবিষ্কার করার জন্য অ্যাডা অগাস্টা তার কোডিং এর মাধ্যমে চার্লস ব্যাবেজ কে সহযোগিতা করেছিলেন। আর সেটাই চার্লস ব্যাবেজ তাই লিখে গেছেন তার লেখা বই Decline of Science in England সেটা উল্লেখ করে গেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url