ইমু বিজ্ঞাপন বন্ধ করার উপায় কি?

ইমু চালু হয়েছে ২০১০ সালে। শুরুর দিকে অর্থাৎ প্রথম ২-৩ বছর ইমু তে কোনো বিজ্ঞাপন ছিলো না, তারপর ২০১৪ সালের পর থেকে বিজ্ঞাপন দেখানো শুরু হয় প্রথমে কম ছিলো তবে এখন বর্তমানে ইমু তে অতিরিক্ত বিজ্ঞাপন আসে যেটা ইমু ব্যবহারকারীদের বিরক্তির কারণ হয় দাড়িয়েছে, যার জন্য সকল ইমু ব্যবহারকারী ইমু তে আসা বিজ্ঞাপন বন্ধ করার উপায় খুঁজছেন 


ম্যানুয়ালি ভাবে ইমুতে আসা বিজ্ঞাপন বা এড বন্ধ করার কোনো অপশন নেই এর জন্য আপনাকে ইমু লাইট ভার্সন ব্যবহার করতে হবে। গুগল প্লেষ্টোরে ইমু কোম্পানির মোট চারটি অ্যাপস আছে তার মধ্যে ইমু লাইট একটি। ইমু লাইট গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছে ২০১৯ সালের এপ্রিল মাসের আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২২ সালের মার্চ মাসে মাত্র ৫ মেগাবাইটের এই অ্যাপসটির ভার্সন হচ্ছে ৯.৮ 


ইমু বিজ্ঞাপন বন্ধ করার উপায় কি?



imo lite download


ইমু লাইট ব্যবহার করে মুল অ্যাপের মতোই চ্যাটিং অডিও ভিডিও কল করা যায়। তবে লাইট ভার্সন র সব ফিচার কাজ করেনা তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে room ইমুতে যাদের বিভিন্ন গ্রুপ আছে তারা লাইট ভার্সনে এই সুবিধা পাবেন না।


এছাড়াও বিভিন্ন অ্যাপসের বিজ্ঞাপন বন্ধ করার জন্য বিভিন্ন এড ব্লকার আছে আপনি চাইলে সেগুলো ব্যবহার করতে পারেন, তবে আমি মনে করি এই ধরনের অ্যাপ না ব্যবহার করাই ভালো।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url