পাকিস্তানের জনপ্রিয় ইউটিউব চ্যানেল কোনটি?

আমি যখনই কোনো টিউটোরিয়াল লিখি তখন সেই বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে তথ্য সংগ্রহ করে তারপর লিখি এবং যাচাই বাচাই করে projukti buzz এ পাবলিশ করি। সেই ধারাবাহিকতায় পাকিস্তানের জনপ্রিয় ইউটিউব চ্যানেল কোনটি জানার জন্য প্রথমে most popular youtube channel in pakistan এটা লিখে সার্চ করে জানতে পারলাম পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় ইউটিউব চ্যানেল হচ্ছে Kitchen with Amna যার সাবস্ক্রাইব সংখ্যা মাত্র ৪ মিলিয়ন, আমার একটু সন্দেহ হলো এক বড় দেশ এত এত জনগণ এত এত ইউটিউব চ্যানেল তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা মাত্র ৪ মিলিয়ন? 


আরো তথ্য খুঁজতে শুরু করলাম অনেক খুঁজাখুঁজি পর জানতে পারলাম পাকিস্তানের জনপ্রিয় ইউটিউব চ্যানেল হচ্ছে Har Pal GEO হ্যাঁ এটাই সত্যি পাকিস্তানের সবচেয়ে সেরা ও জনপ্রিয় ইউটিউব চ্যানেল হচ্ছে har pal geo 

পাকিস্তানের ইউটিউব চ্যানেল, পাকিস্তানের জনপ্রিয় ইউটিউব, সেরা ইউটিউব চ্যানেল, পাকিস্তানের সেরা ইউটিউব চ্যানেল, popular youtube channel in pakistan,



এটি একটি পাকিস্তানি টিভি চ্যানেল নিজস্ব ইউটিউব চ্যানেল এই চ্যানেল টি খোলা হয়েছিল ২০০৮ সালের জানুয়ারি মাসে। বর্তমানে এই চ্যানেলের সাবস্ক্রাইবার সংখ্যা ৩৫ মিলিয়ন বা সাড়ে তিন কোটি। পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় এই হর পাল জিও-তে ক্লাসিক্যাল প্রেমের গল্প থেকে শুরু করে সামাজিক সিরিয়াল ব্লকবাস্টার ড্রামা সিরিয়াল, ফিচার ফিল্ম, টেলিফিল্ম এবং উর্দু গদ্য সমৃদ্ধ মেগা-হিট মূল সাউন্ড ট্র্যাকের বিষয়ক একটি চ্যানেল। ক্লাসিক্যাল ও মানসম্পন্ন বিনোদনের জন্য হর পাল জিও চ্যানেল টি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। 

 





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url