বিশ্বের সর্বপ্রথম ইলেট্রনিক কম্পিউটার কোনটি?

বিশ্বের সর্বপ্রথম ইলেট্রনিক কম্পিউটারের নাম কি, এনিয়াক কম্পিউটারের ইতিহাস, এনিয়াক কম্পিউটার, ENIAC computer,



বিশ্বের সর্বপ্রথম ইলেট্রনিক কম্পিউটারের নাম এনিয়াক এটিই প্রথম প্রোগ্রাম ঢুকানোর মতো  ডিজিটাল কম্পিউটার এর থেকেই কম্পিউটার প্রজন্ম শুরু হয়। পঞ্চাশ ফুট বাই ত্রিশ ফুটের ভূ-গর্ভস্থ কক্ষের ঘরে রাখা হতো এই কম্পিউটার। এবং এই কম্পিউটার চালাতে চল্লিশ জন বিজ্ঞানী লাগতো।


এনিয়াক হচ্ছে ইলেক্ট্রনিক নিউমেরিক্যাল ইন্টিগ্রেটর এন্ড কম্পিউটার, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যুক্তরাষ্ট্র সেনাবাহিনী একটি পুরোপুরি ইলেক্ট্রনিক কম্পিউটার নির্মানের পরিকল্পনা নেয় এবং আধুনিক কম্পিউটারের জনক ভন নিউম্যান, প্রেসপার একর্টি জুনিয়র, এবং হারম্যান গোল্ডস্টেইনের মতো কম্পিউটার মহারথী মুর স্কুল অব ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং পেনসিলভানিয়া ইউনিভার্সিটিতে যোগ দেন।


 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url