আসল শেয়ারইট সফটওয়্যার কোনটি?
যদিও এখন বর্তমান ঘরে ঘরে বা হাতে হাতে ওয়াইফাই থাকার কারনে এখন আর মানুষ তেমন একটা এই সফটওয়্যার টি ব্যবহার করেন না। কিন্তু তারপরও মাঝে মাঝে বিশেষ কোনো কারণে শেয়ারইট সফটওয়্যার মোবাইলে ইনস্টল করার লাগে তার জন্য গুগল প্লেষ্টোরে গিয়ে shareit লিখে সার্চ দেই। তখন অনেক শেয়ারইট সফটওয়্যার সামনে আসে এর মধ্যে আসল শেয়ারইট সফটওয়্যার কোনটি? এই বিষয়ে যদি আপনার কনফিউশান থাকে তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য।
আসল শেয়ারইট কোনটি?
আসল শেয়ারইট সফটওয়্যার চেনার দুটি উপায় আছে একটি হচ্ছে আসল শেয়ারইট সফটওয়্যার উন্নয়নকারী সংস্থার নাম Smart Media4U Technology Pte Ltd আরেকটি হচ্ছে আসল শেয়ারইট সফটওয়্যার গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিল ২০১৩ সালের এপ্রিল মাসের ২৮ তারিখে।
শেয়ারইট সফটওয়্যার সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২২ সালের ডিসেম্বর মাসের ৭ তারিখে। মাত্র ৩০ মেগাবাইটের এই শেয়ারইট সফটওয়্যার টির ব্যবহারকারীর সংখ্যা ১ বিলিয়ন বা ১০০ কোটিও বেশি।
আরো পড়ুনঃ
সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক