ভোটার আইডি স্থানান্তর করার নিয়ম
ভোটার আইডি স্থানান্তর করতে সবার প্রথমে যেটা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ নির্বাচন কমিশনের ১৩ নাম্বার ফরম। আপনি যদি গুগলে ১৩ নাম্বার ফরম ডাউনলোড লিখে সার্চ করেন তাহলেই খুব সহজেই ডাউনলোড করতে পারবেন। অথবা সরাসরি এই লিংকে ক্লিক করেও ডাউনলোড করতে পারেন।
কি কি লাগবে?
- ১৩ নাম্বার ফরম
- নিজের আইডি কার্ড
- সার্টিফিকেট
- স্বামী/পিতা আইডি
- কারেন্ট বিলের কাগজ
- টেক্সের কাগজ
১৩ নাম্বার ফরম ডাউনলোড করার পর আপনার নাম ঠিকানা দিয় সেটা পূরণ করবেন। তারপর সেই ফরম, নিজের আইডি কার্ড, পরিচয় পত্র, স্বামী/পিতা আইডি কার্ড, কারেন্ট বিলের কাগজ এবং বাড়ির টেক্সের কাগজ একসাথে করে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসে জমা দিতে হবে। তারপর সেখানে কর্তব্যরত কতৃপক্ষ আপনার ভোটার আইডি স্থানান্তর করার আবেদন করে দিবেন। আবেদন করার একমাসের মধ্যে আপনার ভোটার আইডি স্থানান্তর হয়ে যাবে। কারো ক্ষেত্রে এক মাসের বেশি সময় লাগতে পার।
এছাড়াও আপনি চাইলে আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিস কতৃপক্ষের সাথে সরাসরি কথা বললে আরো ভালো ভাবে সব কিছু জানতে ও বুঝতে পারবেন। আপনার উপজেলা নির্বাচন কমিশন অফিসের নাম্বার না থাকে তাহলে নিচের ওয়েবসাইট থেকে নাম্বার সংগ্রহ করতে পারেন