মোবাইল দিয়ে ভিডিও এডিটিং করার অনেক সফটওয়্যার আছে তবে আমার মতে সবচেয়ে সেরা ও জনপ্রিয় এবং মোবাইল ফ্রেন্ডলি অ্যাপস হচ্ছে কানমাস্টার। এই সফটওয়্যার টি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিল ২০১৩ সালের ডিসেম্বর মাসে। শুরুতে এই সফটওয়্যারের সাইজ মাত্র ১৯ মেগাবাইট থাকলেও বর্তমান এন সাইহ হচ্ছে ৭১ মেগাবাইট, যার কারন হচ্ছে শুরুতে যেই কাইনমাস্টার সফটওয়্যার টি ছিলো সেটা দিয়ে ভিডিও এডিটিং করার প্রাথমিক কিছু ফিচার ছিলো। তবে আস্তে আস্তে এই সফটওয়্যারের নতুন নতুন আপডেট আসতে থাকে আর সেখানে যুক্ত হতে থাকে সতুন নতুন সব ফিচার, নিচে কাইনমাস্টার সফটওয়্যার এর ফিচার সমূহ সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো।
কাইনমাস্টার ফিচার সমূহ
গ্রিন ব্যাকগ্রাউন্ড
ভিডিও এডিটিং করার সবচেয়ে সেরা ও দরকারি একটি অপশন হচ্ছে ভিডিও ব্যাকগ্রাউন্ড
ফটো স্লাইডশো
স্লো মোশন
রিভার্স অপশন
অডিও রিপ্লেস
কাইনমাস্টার ব্যবহার নীতিমালা
আপনি যদি মোবাইল দিয়ে প্রোফেশনাল ভাবে ভিডিও এডিটিং করতর চান তাহলে কাইনমাস্টার হচ্ছে আপনার জন্য সেরা চয়েজ, এবং এই ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে কিভাবে ভিডিও এডিটিং করতে হয় সেটা জানার জন্য ইউটিউবে গিয়ে সার্চ করলে অনেক ভিডিও পাবেন। তার মধ্যে আমি কি়ছু ভিডিও লিংক দিচ্ছি যেগুলো দেখে কিভাবে কাইনমাস্টার সফটওয়্যার দিয়ে ভিডিও এডিটিং করতে হয় সেটা জানতে পারবেন।
কাইনমাস্টার সফটওয়্যার ওভারভিউ
Kinemaster download
আরো পড়ুনঃ
কঠিন প্রশ্নের সঠিক উত্তর
https://prosnttor.blogspot.com/
0 Comments