গত দুই বছর আগে বাংলাদেশে নতুন আরেকটি মোবাইল ব্যাংকিং চালু হয়েছে যার নাম উপায়। কিছুদিনের মধ্যে এই উপায় মোবাইল ব্যাংকিং ভালো জনপ্রিয়তা পেয়েছে। যার ফলে ইন্টারনেটে মানুষ অনুসন্ধান করছে কিভাবে উপায় একাউন্ট খুলতে হয়। আপনি যদি উপায় একাউন্ট খুলতে চান কিন্তু কিভাবে খুলবেন কি কি লাগবে সে বিষয়ে না জেনে থাকেন তাহলে এই টিউটোরিয়াল টি আপনার জন্য, এই পোস্টে উপায় একাউন্ট খোলার নিয়ম ও উপায় এজেন্ট একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।
কি কি লাগবে?
একটি মোবাইল ফোন
এক্টিভ সিম
ভোটার আইডি
উপায় একাউন্ট খোলার নিয়ম
তিনটি মাধ্যমে উপায় একাউন্ট খুলা যায় বা একজন গ্রাহক তিনটি মাধ্যমে উপায় একাউন্ট খুলকে পারবেন, যার সম্পর্কে নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
*২৬৮#
উপায় অ্যাপস
উপায় এজেন্ট
উপায় একাউন্ট ব্যবহার নিতিমাল
উপায় একাউন্ট খোলার পর *২৬৮# ডায়াল করলে আপনার একাউন্টে দেখতে পারবেন সেখানে ১ থেকে ৬ পর্যন্ত মোট ৬ টি অপশন দেওয়া আছে সেই অপশন গুলোতে কোনটাতে কি কাজ নিচের তার বিস্তারিত আলোচনা করা হয়েছে।
১ সেন্ড মানি
দেশের যেকোনো প্রান্ত থেকে এক উপায় একাউন্ট হতে অন্য উপায় একাউন্ট টাকা পাঠানো যাবে।
২ মোবাইল রিচার্জ
উপায় একাউন্টের ব্যালেন্স ব্যবহার করেই করা যাবে মোবাইলে রিচার্জ
৩ ক্যাশ ইন
উপায় এজেন্ট পয়েন্টে গিয়ে খুব সহজেই ক্যাশ ইন করা যাবে উপায় মোবাইল ব্যাংকিংয়ে।
৪ ক্যাশ আউট
উপায় এজেন্ট পয়েন্ট থেকে যেকোনো সময় উপায় একাউন্ট হতে টাকা তোলা যাবে।
৫ পেমেন্ট
দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা উপায় মার্চেন্ট টাচপয়েন্টে খুব সহজেই করা যাবে পেমেন্ট।
৬ পে বিল
উপায় একাউন্টের মাধ্যমে গ্যাস ও ক্রেডিট কার্ড এর বিল পে করা যাবে।
৭ ফান্ড ট্রান্সফার
ব্যাংক বন্ধের দিনেও ব্যাংক একাউন্ট থেকে উপায় একাউন্টে টাকা ট্রান্সফার করা যাবে।
0 Comments