সব ধরনের ক্রিকেট খেলার লাইভ স্কোর দেখার সবচেয়ে সেরা ও জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে Cricbuzz তবে আপনি যদি লাইভ দেখতে চান তাহলে এই সফটওয়্যার দিয়ে দেখতে পারবেন না, এর জন্য আপনাকে লাইভ খেলা দেখার সফটওয়্যারের সাহায্য নিতে হবে।
গুগল প্লেষ্টোরে ক্রিকেট খেলা লাইভ দেখার অনেক সফটওয়্যার আছে যার মধ্যে সবচেয়ে ভালো তিনটি সফটওয়্যার শেয়ার করছি যেগুলোর সাহায্য আপনি আপনার স্মার্টফোন দিয়ে যেকোনো জায়গাতে বসে ক্রিকেট ফুটবল সহ সব ধরনের খেলা দেখতে পারবেন।
T sports
এটি একটি বাংলাদেশী খেলা দেখার সফটওয়্যার, এই সফটওয়্যারটি গুগল প্লেষ্টোরে পাবলিশ করা হয়েছিল ২০২০ সালের ডিসেম্বর মাসে আর সর্বশেষ আপডেট করা হয়েছে ২০২২ সালের অক্টোবর মাসে। গত দুই বছরে এই সফটওয়্যারের ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখেরও বেশি। মাত্র ৭ মেগাবাইটের এই সফটওয়্যার টি দিয়ে লাইভ ক্রিকেট এবং ফুটবল খেলা দেখদে পারবেন খুব সুন্দর ভাবেই। এই সফটওয়্যার দিয়ে সকল খেলাধুলার স্কোর, সময়সূচী ফিক্সচার সহ খেলাধুলা সহ বিভিন্ন বিশেষ ইভেন্টের বিবরণও দেখা যাবে।
এছাড়াও আপনি Toffee অথবা rabbithole সফটওয়্যার দিয়ে যেকোনো খেলা দেখতে পারবেন।
0 Comments