নেপাল সম্পর্কে সাধারণ জ্ঞান
প্রশ্নঃ নেপাল কোন মহাদেশে অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ এশিয়া।
প্রশ্নঃ নেপালের স্বাধীনতা দিবস কবে?
উত্তরঃ ১৬ জানুয়ারি।
প্রশ্নঃ নেপালের সাংবিধানিক নাম কী?
উত্তরঃ যুক্তরাষ্ট্রীয় প্রজাতন্ত্র।
প্রশ্নঃ নেপালের রাষ্টপতির নাম কী?
উত্তরঃ বিদ্যা দেবী ভাণ্ডারী।
প্রশ্নঃ নেপালের প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তরঃ পুষ্পকমল দাহাল।
প্রশ্নঃ নেপাল স্বীকৃত ভাষা কোনটি?
উত্তরঃ মৈথিলী ভাষা।
প্রশ্নঃ নেপালের সরকারি ভাষা কোনটি?
উত্তরঃ নেপালি ভাষা।
প্রশ্নঃ নেপালের কতগুলো ভাষা প্রচলিত?
উত্তরঃ ১২০ টি।
প্রশ্নঃ নেপালের জাতীয় স্লোগান কী?
উত্তরঃ মা এবং মাতৃভূমি স্বর্গের চেয়েও উঁচু।
প্রশ্নঃ নেপালের জাতীয় সংগীত কী?
উত্তরঃ সাঁইয়ো থুঙ্গকা ফুলকা।
প্রশ্নঃ নেপালের আয়তন কত কিলোমিটার?
উত্তরঃ ১,৪৭,১৮১ বর্গ কিলোমিটার।
প্রশ্নঃ নেপালের কতভাগ পানি আছে?
উত্তরঃ ২.৮%।
প্রশ্নঃ নেপালের রাজধানীর নাম কী?
উত্তরঃ কাঠমান্ডু।
প্রশ্নঃ নেপালের বৃহত্তম নগরী কোনটি?
উত্তরঃ কাঠমান্ডু।
প্রশ্নঃ নেপালের কয়টি জেলা আছে?
উত্তরঃ ৭৫ টি।
প্রশ্নঃ নেপালের বৃহত্তম জেলা কোনটি?
উত্তরঃ পশ্চিমী রুকুম জেলা।
প্রশ্নঃ নেপালের ক্ষুদ্রতম জেলা কোনটি?
উত্তরঃ ভক্তপুর জেলা।
প্রশ্নঃ নেপালের সবচেয়ে বড় নদী কোনটি?
উত্তরঃ গন্ডকী নদী।
প্রশ্নঃ নেপালের সবচেয়ে ছোট নদী কোনটি?
উত্তরঃ বাগমতী নদী।
প্রশ্নঃ নেপালের সবচেয়ে বড় পাহাড় কোনটি?
উত্তরঃ মাউন্ট এভারেস্ট।
প্রশ্নঃ নেপালের জনসংখ্যা কত?
উত্তরঃ ২,৮০,৯৫,৭১৪ জন।
প্রশ্নঃ নেপালের জনসংখ্যা বৃদ্ধি হার কত?
উত্তরঃ ১.৩৫%।
প্রশ্নঃ নেপালের মুসলিমদের সংখ্যা কত?
উত্তরঃ ৪.৪%।
প্রশ্নঃ নেপালের খ্রিস্টান জনসংখ্যা কত?
উত্তরঃ ১.৪%।
প্রশ্নঃ নেপালের বৌদ্ধদের জনসংখ্যা কত?
উত্তরঃ ৯.০%
প্রশ্নঃ নেপালের মানুষদের গড় আয়ু কত?
উত্তরঃ ৬৬.১৬ বছর
প্রশ্নঃ নেপালের জাতীয় উৎসব কোনটি?
উত্তরঃ বিজয়াদশমী।
প্রশ্নঃ নেপালের বৃহত্তম মন্দির কোনটি?
উত্তরঃ সয়ম্ভুনাথের মন্দির।
প্রশ্নঃ নেপালের রাষ্টীয় ধর্ম কি?
উত্তরঃ হিন্দু ধর্ম।
প্রশ্নঃ নেপালের জাতীয় খেলা কোনটি?
উত্তরঃ ক্রিকেট
প্রশ্নঃ নেপালের সাক্ষরতা হার কত?
উত্তরঃ ৬৫.৯%
প্রশ্নঃ নেপালের মুদ্রার নাম কী?
উত্তরঃ রুপি।
প্রশ্নঃ নেপালের মাথাপিছু আয় কত?
উত্তরঃ ১ হাজার ৯০ ডলারে।
প্রশ্নঃ নেপালের সবচেয়ে বড় সেতুর কোনটি?
উত্তরঃ মেচী সেতু।
প্রশ্নঃ নেপালের সময় অঞ্চল কত?
উত্তরঃ ইউটিসি+ ৫:৪৫
প্রশ্নঃ নেপালের কলিং কোড কত?
উত্তরঃ ৯৭৭
প্রশ্নঃ নেপালের ইন্টারনেট টিএলডি কী?
উত্তরঃ .np